প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রূপকল্প (Vision), অভিলক্ষ (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রূপকল্প (Vision), অভিলক্ষ (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি
- রূপকল্প (Vision): সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা।
- অভিলক্ষ (Mission): প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সকল শিশুর জন্য একীভূত ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।
- কৌশলগত উদ্দেশ্য (Strategic Objectives)
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কৌশলগত উদ্দেশ্যসমূহ
- সর্বজনীন ও বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ;
- মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ;
- প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন (বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা)।
ভিশন ও মিশন
ভিশনঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার মানন্নোয়ন ।
মিশনঃ
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকগণের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংশিস্নষ্ট অন্যান্যদের প্রশিক্ষণদানের লক্ষ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে সাবিক বিকাশ সাধন করা। যেমনঃ
- শ্রেণী কক্ষের শিখন - শেখানোর মান উন্নয়ন
- শিক্ষকদের মধ্যে নৈতিক ও শিক্ষক সুলভ গুনাবলীর বিকাশ সাধন
- শিক্ষকদের শিক্ষাদান দক্ষতা বিকাশ সাধন
- শ্রেণী কক্ষে এবং বিদ্যালয় ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন